Site icon ৪ নম্বর প্ল্যাটফর্ম

জগন্নাথদেব মণ্ডল

একা একা কথা বলি

 

১.

চিনামাটির ঘোড়া
চিনতে পেরেছে হঠাৎ
আগের জন্মের ঘাসবন

 

২.

তোমার মনের ছায়া
পড়েছে আমার কপালে
সেখানে বন্ধ সিনেমাহল

 

৩.

দু-হাতে শোকের শাড়ি
গাছের মাথায় উলু
চান করতে নেমেছে বিধবা

 

৪.

ভরাট পৃথিবী
নিজেকে দেখতে পায়
নির্জন কমলালেবুর অন্তরে

 

৫.

খড়ের ঘর ভাবে একা একা
বেড়াতে যাব রাতের দিকে
যখন চুপচাপ নতুন ধানখেত

 

৬.

কাকতাড়ুয়া তাকাল
সোজাসুজি কাকের দিকে
বসুন্ধরার চোখ অশ্রুসজল

 

৭.

শিরা কেটে একটি মেয়ে ছটফটায় দুপুরে
বিকেলের গলা ধরে বন্দি মোরগ ভাবে
এ বাড়ি নিশ্চয়ই বিরাট কসাইখানা

 

৮.

কবরে দেওয়ার কিছুই নেই
শান্তবাতি, পার্থিব সব জ্বালিয়ে দিও
দিও একান্তধন, কান্নামোহরগুলি

 

৯.

এ-বাড়ি থেকে ও-বাড়ি দূর
মস্ত মাঠবাগান, ধূ ধূ পুকুর
চাঁদ থেকে দুধকাঁকড়া নামে অতি ধীরে

 

১০.

গরুর শিং থেকে শস্য ঝরছে
ফর্সা আঙিনায় ঝরতে যতক্ষণ
ততক্ষণে জন্মে, মরে গেছি আবার