Site icon ৪ নম্বর প্ল্যাটফর্ম

শ্রীজাতা গুপ্তের কবিতা

দেবীপক্ষ

 

 

ঘন মন ধনিয়াখালি চুল ঝরানো সাঁঝের বেলা
এলি ফের শিউলি ফুলে? অসম্ভবের দুর্বলতায়?

……

ষষ্ঠী

দীঘিভরা কর্পূর-দুধে ছিটে
রক্তের অকালবোধন ভোর
নিয়ে এসো
একশত আটতম শালুক-কিশোর

…….

সপ্তমী

ছেঁড়া চটি। ট্রামলাইন। সন্ধ্যায় ঘনঘন ফোন
পূজারিণীর এ বছর
সাগ্রহে প্রেমে আগমন

…..

অষ্টমী

প্রাক্তন প্রেমিকদের দেখার অভ্যাসে
আশ্বিন আলো করে মণ্ডপে
উমা ফিরে আসে

…..

নবমী

পিশাচিনী, তোমার আলো
আকাশকুসুম পথ শেখাবে
পাগলিনী লাজ হারাল
অমানিশা, তারার চোখে

…..

নিরঞ্জন

সাধারণ চোখের চিতায়
তৃতীয় নয়নগুলি ফুটে ওঠে
অপরাজিতায়

……

কোজাগরী

চৌকাঠে আলপনাতে
অস্ফুটে পায়ের ছাপে
নিয়মিত অনিদ্রাতে
মাঝরাতে ছাদের ধারে
দেখা যায় পাড়ায় পাড়ায়
কোজাগরী বৌঠাকরুণ