Site icon ৪ নম্বর প্ল্যাটফর্ম

হরিৎ বন্দ্যোপাধ্যায়

তিনটি কবিতা

 

বিশ্রামকক্ষ

আমার সব ভার আমি তোমাকে দিই
তোমার রোদের শরীরে
তা যেন এক একটা বিশ্রামকক্ষ
এসব কোনও দাগ নয়
শিল্পীর ক্যানভাসে রঙের প্রলেপ।

তোমার সামনে

তোমার সামনে আমার গোপনতার
ঘুমিয়ে থাকা চোখগুলো
আলোর পথে খুলে যায়

তুমি ছুঁয়ে দিলেই
চোখের কথা সুরে বেজে ওঠে।

দাঁড়াবার জায়গা

দিনের আলো মুছে গেলে
তোমার হাত ধরে ঘরে ফিরি

কিন্তু ঘর কোথায়?
ভিড়ে তোমার হাত সরে গেলে
এই ঘর তো যেকোনও ঘর
আমার বলে তা চেনা যায় না

তাই আমার দাঁড়াবার জায়গা
আলগা হয়ে গেলে মাটি
বিনা বাক্যব্যয়ে সরে যাব অন্য আমার কোথা।