Site icon ৪ নম্বর প্ল্যাটফর্ম

বিগত দিনগুলি

বিগত

কালীকৃষ্ণ গুহ

 

বিগত দিনের কথা তুমি বলো–
আমিও বিগত দিনগুলির কথা বলি।
থেমে থেমে আমরা দুজনে কথা বলি।

আমাদের কথা-বলা শেষ হবার নয়।

আমরা বলি
বিভূতিভূষণের কথা
ইছামতী নদীর কথা
ঝড়বৃষ্টির কথা
আকালের কথা
বারবার পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর কথা।

পৃথিবী যে অনেক এগিয়ে গেছে
আমরা বুঝতে চাই না।
বুঝতে চাই না ধ্বংসের দিকে এগিয়ে চলেছে পৃথিবী।

আমরা কথা বলতে বলতে আকাশের দিকে তাকাই–
শান্তি খুঁজতে থাকি…