Site icon ৪ নম্বর প্ল্যাটফর্ম

ভাঙ্গা দেওয়াল

বিধান জানা

 

মনের দেওয়াল ভাঙা
তছনছ সাজানো সংসার
ভাঙাচোরা পথঘাট
তার মাঝে পদচিহ্ন কার
কার নগ্ন পায়ে পায়ে
অলিন্দ নিলয় কাঁপে
কার চোখে ডোবে মহাকাশ
নিদ্রাহারা মাঝরাতে
কার তরে স্থবির নিঃশ্বাস
ফুটেছে রজনীগন্ধা
গন্ধ তার মেখেছ খোঁপায়
হলুদ শাড়ির ভাঁজে
সূর্য ডোবে অনন্ত নিদ্রায়
মনের দেওয়াল ভাঙা
অন্তরে আলোর আলপনা
এঁকেছ নিজের ছবি
তবু তুমি কিচ্ছু জানো না ।