Site icon ৪ নম্বর প্ল্যাটফর্ম

সিদ্ধার্থ বসু

মাঝখানে

 

বিপ্লবীসমীপে আমি মৃদু কবি, ছকবাজ; কবিকাছে, না হোক বিপ্লবী
এপারে অকেজো আমি, পিটপিট মতলব কষি
অন্যপারে আমি অন্ধ, লড়াইখ্যাপামো দোষে দোষী
দুভাবে বেকার বনি, অপ্রস্তুত ছবি

এদিকে আমার হৃদি উব্জে ওঠে প্রেম, হাহুতাশ
আজব দুনিয়াদারি, বিরোধের গুপ্ত ফিসফাস
কবিতাপ্রয়াসে আমি লড়ে চলি, লড়াই-আয়োগে লিখি গাথা
প্রথম রিপুর দাপে ভরে ওঠে বিপ্লবের খাতা

কীভাবে যথার্থ হই দণ্ডিত এ যাবজ্জীবন
বাঁদিকে বিপ্লব আর ডাঁয়ে পদ্য: বিরহ-মিলন।

 

(ছবি-সোহিনী দাশগুপ্ত)