Site icon ৪ নম্বর প্ল্যাটফর্ম

তোমার এ মুহূর্ত আজ সত্যি

মারিও বেনেদেত্তি

 

মারিও বেনেদেত্তি উরুগুয়ের সাংবাদিক, ঔপন্যাসিক, কবি এবং খেনারেসিওন দেল ৪৫-এর একজন ওতপ্রোত সদস্য। ৮০টির ওপর বই আছে তাঁর, অনূদিত হয়েছেন অন্তত ২০টি ভাষায়। স্প্যানিশ-ভাষী বিশ্বে তিনি বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে লাতিন আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ লেখক বলে স্বীকৃত। তাঁর এই কবিতাটি ২০০৮ সালে লেখা। মূল স্প্যানিশ থেকে কবিতাটি অনুবাদ করেছেন মহুয়া দত্ত।

তোমার এ মুহূর্ত আজ সত্যি, কোনও কল্পগাথা নয়,
যদিও সবাই ভুলেছে তোমার উদযাপন,
নিরাশ যন্ত্রণা থেকে তবু দূরে, বহুদূরে সেইসব প্রভুহীন রাত।
প্রতিবিম্ব যা বলে বলুক
তোমার চোখ ততখানি বৃদ্ধ নয় আজও,
তারা দেখে, যতখানি দেখা যায়, তার চেয়েও বেশি।

তোমার প্রত্যাশা জানে তার সঠিক আকাশ
আর তাই, অবিনাশী সে।
আগামীতে কখনও ভেব না নিজেকে একাকী বা বেমানান।

থেকে যাবে তোমার জীবন এবং মরণ
বছরের পর বছর চলে গেছে,
তোমার ছায়াকে অতিক্রম করে তুমি জিতে গেছ।
আলেলুইয়াহ।।