২৯ জানুয়ারি ১৯৬২ – ৫ সেপ্টেম্বর ২০১৭
কর্ণাটকের ‘গৌরী লঙ্কেশ পত্রিকে’-র প্রতিষ্ঠাতা-সম্পাদক। সুপরিচিত ছিলেন তাঁর প্রতিষ্ঠানবিরোধী অবস্থান এবং দলিত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কথা বলবার জন্য। সাম্প্রতিককালে দেশীয় রাজনীতিতে ফাশিস্ত প্রবণতার বিরুদ্ধে বারংবার তাঁর কলম গর্জন করেছে। গৌরী ছিলেন হিন্দুত্ববাদের কঠোর সমালোচক। অতীতে নকশালদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনবার কাজ করেছেন। সিটিজেনস ইনিশিয়েটিভ ফর পিস-এর অন্যতম সংগঠক। সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখে অজ্ঞাতপরিচয় আততায়ীদের হাতে নিহত হন।
