সুবীর সরকার-এর কবিতা

প্রেম/১

 

 

বলেছিলে, আমাকে হাঁসমিছিল দেখাবে
একজোড়া চোখের তাপে আজ পুড়ে যাচ্ছি

আমি

সবকিছু তো আর মুখে বলা যায় না!
দূর থেকেই তোমার মোম মাখা আঙুল

দেখি

আর সেলফি তুলবার জন্য বেছে নিই জাতীয়

 

**

বাঘ

 

‘আমাদের দেখা হবার কথা একটা বাঁশবনের

ভেতর’

এরপর জখম বাঘের গল্প
ছুটে আসে রাইফেলের গুলি

 

**

গয়না

 

হাড় থেকে তৈরি গয়না। গয়না গড়িয়ে যায় বাজনার

দিকে।

আমাদের পায়ে পায়ে স্নো বুট
হলুদ বরফ হয়ে ঝুলে থাকছি
উচু নিচু রাস্তায় বন্দুক ও

ব্যাকরণ

অবসর হেলান দিয়ে দাঁড়ালেই
তোমার চওড়া হাসি শার্সি

ভাঙে

 

**

আইসবার

 

যাত্রাপথ জুড়ে দ্রুত শ্বাসের শব্দ
তাঁবুতে গরম কফি, কয়লার আগুন
নখের আঘাত জানে রোদের বল্লম
শীতকে কাবু করার জন্যই মাছশিকার
কাকডাকা ভোর, কাঁধে ঝুলিয়ে রাখা

ক্যামেরা

করিডোর দিয়ে হেঁটে পৌঁছে যাই

আইসবারে

 

**

শিকার

 

‘সারাজীবন আহত বাঘেদের খুঁজে

বেড়ালাম’

শকুন নেমে আসে গোচারণের

মাঠে

‘তোমাকে অনুসরণ করা খুব কঠিন’
তাঁবুতে মোমের আলো
তাঁবুতে শিকার ঢুকছে

About চার নম্বর প্ল্যাটফর্ম 4650 Articles
ইন্টারনেটের নতুন কাগজ

Be the first to comment

আপনার মতামত...