যশোধরা রায়চৌধুরী

কবিতাগুচ্ছ -- যশোধরা রায়চৌধুরী

কবিতাগুচ্ছ

 

 

মাইল মাইল পথ তোমার জন্যই আমি অতিক্রম করি
মাইল মাইল পথ তোমার জন্যই আমি লস-এ রান করি
রাষ্ট্রীয় পরিবহনের মত জনস্বার্থে বিষণ্ণ স্বাধীন
ঘাম ফেলি পথে পথে তোমাদের ধুলোয় ধুলোয়
তোমার জন্যই আমি পাখি এক সমুদ্রের, আর আমার ধকে কি কুলোয়?

 

ও আমার দেশ, আমি তোমার জন্যেই খালি অক্সিজেন ট্যাঙ্কার হয়ে উঠতে চাই
ও মা, আমি তোমার জন্যেই এক অব্যর্থ ব্যর্থতার লড়াইয়ে নেমেছি

 

আমার সমস্ত মৃত্যু হয়ে গেলে তারপর আমাকে উঠিয়ে
নিয়ে যায় অপরাধীদল।
আমাদের প্রিয় মিথ্যা, প্রিয় দেশ, প্রিয় বাসাবাড়ি
এখন সমগ্র হয়ে চুপ হয়ে হৃদয়ে রয়েছে।
আমি শুধু শব্দবন্ধে ঋতুবন্ধে প্রণয়বন্ধ্যায়
এককুচি লোহা হয়ে জ্বলন্ত লোহা হয়ে হাতের মুঠোয় জ্বলি নিভি

 

বেদনা সম্ভব নয় কোনওভাবে। সঙ্কটকালীন
আদানপ্রদানও নয় সম্ভব আপাতস্বাধীন
আমাদের দিনচর্যা অপরের মুখ ম্লান করে দিতে চাওয়া একটু শুধু
অম্লজান কেড়ে নিতে চাওয়া…
তাও খুব বেশিটা সক্ষম নয়। নয় কোনও বিবশ কামনা,
“”মরুক ও, ওলাউঠো হোক! “এই শাপবাণী নিয়ে
নিজেই মাছের মত ডাঙায় তড়পিয়ে মরে যাওয়া।

 

বিষণ্ণ উদ্যান পাই, একক নিরালা আত্ম নির্বাসনে। ন্যাকা লাগে বাকি সব প্রীতি।
প্রেম নয়। প্রেম ওই শব্দটি আমি আর ব্যবহারে অধিকারী নই।
কামের চূড়ান্ত ভাল। যদি পাই সুচতুর কামালাপ তাও ভাল লাগে।
কিন্তু তা তো প্রেম নয়। প্রেম কী যে সে বিষয়ে অসহ্য কেতাব লেখো তবে।
বিষণ্ণ উদ্যানে যাই। মুখে মুখ চেপে ধরে স্বামীকে বাতাস দিয়ে বাঁচাতে চেয়েছে যেই নারী
তার প্রেম বুকে এসে লাগে।

এখন মৃতের শব কোলে নিয়ে বসে  থাকাটির মত অসহ উদ্ধারে
অথবা নিজেকে ঘরে বন্দি করা একক শরীরে
প্রেমের অসহ্য উদযাপন নেমে আসে…

 

About চার নম্বর প্ল্যাটফর্ম 4660 Articles
ইন্টারনেটের নতুন কাগজ

1 Comment

Leave a Reply to শীর্ষা Cancel reply