জহর সেন মজুমদারের কবিতা

আত্ম প্রকৃতির কবিতা

 

আমি।
আমি।
আমি।

ভাঙা বুকে বজ্রপাতে টিয়া পাখি কাঁদে।

 

আমি।
আমি।
আমি।

ডানা নাই। শূন্যে উঠে পুনরায় নীচে পড়লাম সূর্যহীন
চন্দ্রহীন অন্ধকার নীচে পড়লাম।

 

আমি।
আমি।
আমি।

শূন্যের ভেতর সারারাত
নীরব স্বপ্ন আর নিঃশব্দ শিউলি তুললাম।

 

আমি।
আমি।
আমি।

চারিপাশে জন্মদিনে চারিপাশে মৃত্যুদিনে
প্রচুর জং ধরা শিকল দেখলাম। কিন্ত
আজ পর্যন্ত একটাও জং ধরা গোলাপ;
জং ধরা শিউলি কোথাও দেখলাম না।

 

আমি।
আমি।
আমি।

যতবার শিকলে জং ধরবে
ঘষে মেজে বারবার তুলে দেব আমি।

 

আমি।
আমি।
আমি।

শূন্য শুধু শূন্য।

এইবার উড়ে চলে যাবো।

About চার নম্বর প্ল্যাটফর্ম 4658 Articles
ইন্টারনেটের নতুন কাগজ

Be the first to comment

আপনার মতামত...