দুটি কবিতা

অমিত সরকার

 

রাক্ষসীগমন – ১

কাচঢাকা শববাহী গাড়ি দেখিয়া
এতখানি হিংসা হবে কখনো ভাবি নাই
কৃষকের আত্মহত্যার সান্ধ্য বিজ্ঞপ্তি দেখিয়া
ইচ্ছা জাগে প্রত্যাশিত জরায়ুর অন্ধকারে চলিয়া যাই একা
কেরোসিনের সঙ্গে সুন্দরী নববধূর চোখাচোখি হইলে
বন্ধুত্বের সম্মানে আচমকা উলুধ্বনি দিয়া ওঠে জিভের সাম্পান
হার্ডওয়ারের দোকানে কখনো কখনো
খুব শক্ত নাইলন দড়ি খোঁজেন কেহ
কেহ খোঁজেন অ্যাসিডের গর্হিত ভূমণ্ডল
ফেটে পড়া আগ্রহে দেখিতে থাকি তাহাদের উপচানো বিষাদসমূহ
নার্সিংহোমের ভ্যাটে শুইয়া থাকে
স্বর্ণাভ ভ্রূণেদের উদাসীন ঘুমের খোলস
সেইসব প্রাকৃত ভাস্কর্যের ব্যান্ডেজসাক্ষর
খুলিয়া ফেলিয়া জন্মান্ধ আদর আঁকিয়া দিই তাহাদের ঠোঁটের ছত্রাকে
মেট্রো ষ্টেশনে বেড়াইতে যাইলে হাতছানি দিয়া ডাক দেয়
ক্ষারীয় উজ্জ্বল বিদ্যুৎগন্ধী থার্ডলাইন
আমাদের চন্দনসুরভিত স্বপ্নে বিচরণ করিয়া বেড়ায়
মাইল মাইল সাদা অ্যালজোলামের স্ট্রিপ

তবু পর্যটন ভাঙিয়া মধ্যরাতে কখনো সখনো
একাকী ব্রিজের কিনারে আসিয়া দেখি
আমার এই রাক্ষসীগমন, পেট্রোল ও আগুনের নিয়তিকে
দুইদিকে দুইহাত বাড়াইয়া ছুঁইয়া আছে

পাঠক, এইটুকু মাত্র নষ্টতার জন্য আশা করি ক্ষমা করিবেন…

 

রাক্ষসীগমন – ২

দুইহাজার ছয়শো বৎসর আগে এই রাত্রে
ব্যক্তিগত বিছানার মেধাবী অন্ধকারে
অতৃপ্ত সুন্দরী রাজ্ঞীর রতিপ্রত্যাখ্যান
করিয়াছিলেন একজন মৃত্যুরাখাল

তিনি পরিবর্তে দেখিয়াছিলেন
১. একটি পার্বত্য শববহনের লৌকিক সূর্যাস্তে
কিভাবে অবিরত ডুবিয়া যায় জৈবনিক সুড়ঙ্গ প্রবনতা
২. মানুষ ও মানুষীর অনিবার্য বিনির্মাণ ভাঙিয়া
কিভাবে জাগিয়া ওঠে ভাইরাসের নিঃশব্দ জলছবি
৩. আমন্ত্রিত উল্লাসের সম্ভার মুছিয়া সুরম্য মাই ও পাছারাও
একদিন হইয়া যায় চিলেকোঠার বাতিল পাণ্ডুলিপি

এইখানে জিন্দেগীর শুরুয়াৎ জানিয়া,
এইখানে বুঝিয়া গিয়া আসলে একইরকম সৌত্রান্ত্রিক
সন্ন্যাসী, কবি ও কুকুর,
প্রেমিকার স্মৃতিসহবাসও আসলে গুরুত্বহীন
শ্মশানবন্ধুদের ঘটমান বর্তমান নষ্টহাসিটুকু ছাড়া

হে পাঠক, জানিবেন আপনার রাক্ষসীগমনের মানচিত্র
তাঁহার মতোই এক ডায়াস্পোরিক তুলোবীজের প্রব্রজ্যা
যতখানি সাফল্যের সঙ্গেই সাপলুডো বা ভিডিওগেম
খেলিয়া থাকি আপনি বা আমি,
আমাদের যৌথ শহীদবেদির নিরপেক্ষ ইতিহাসচেতনায়
পুরুষাঙ্গের দৃঢ়তায় আসলে শুধুমাত্র গাঁথিয়া রহিয়াছে
আপনার মুখ ফিরাইয়া চলিয়া যাওয়া
কবিতা হইতে, উচ্চাশা হইতে,
ঝলসানো শবদেহের বজ্রযান হইতে

আপনাকে আমি প্রণাম করি ।।

Be the first to comment

আপনার মতামত...