
প্রমিতা ভৌমিক
৬
হয়তো এভাবেও বেঁচে ওঠা যায়
চেনা মেঘ আর অচেনা আলোর দিকে চেয়ে,
তুমি তাকে আনমনে ফেরা বলে ডেকো
৭
দূরত্বের গায়ে জিজ্ঞাসা চিহ্নের মতো
এক টুকরো অপেক্ষা লেগে আছে —
বৃষ্টি নামার আগে তাকে ছুঁয়েছি একবার
৮
দিনটা সেদিন অন্য রকম ছিল —
কিছুটা মেঘ, কিছুটা আলো
আর তোমাকে ভুলে থাকা…