অনুপম গুহ
নদী না বেঁকে সোজা সোজা হয়ে চলে গেলে জীবনভর সঙ্গে যাওয়ার ইচ্ছে হয়। নদী এমন এক প্রতীক, বারেবারে ঘুরে ফিরে এসেছে সাহিত্যে, সমাজে…এসেছে আমাদের রূপকল্পনায়। নদীর ধারা অব্যাহত থাকুক। ভেসে যাক অজস্র জীবন…বহমান জীবনের বিভিন্ন সময়ে ধরা রইলো ফ্রেমে ফ্রেমে…

প্রিন্সেপ ঘাট থেকে গঙ্গা

হুগলি নদী

মাতলা নদী

গঙ্গা, ব্যারাকপুর ধোবিঘাট

মরা গঙ্গা, নদীয়া


মাতলা নদী
হেডার ছবি: মাতলা, ক্যানিং

