কবি

সুদেষ্ণা মৈত্র

 

আশকারা
এভাবে আকার দিলে যেকোনোদিন গড় খুশি করে ঘোড়ায় চড়িয়ে নেব নবরত্নটিকে
তারপর বিলাসমহলে তোমার স্বভাবকবি তোমার ও কুন্তলজোড়া আমার পরনে দেখে প্রাণরক্ষাস্বার্থে
আমাকেই দু’কলি চরণান্ত মিলে রোজ ধুয়ে ধুয়ে দেবে-
এসব পোষ্য ছেলে নিয়ে এতো তৃপ্তি পেতে নেই রাণীমা!
অপরপক্ষ যদি চৌষট্টিকলা বোধে পারদর্শী হয়ে থাকে তবে?

গর্বিত হাবুডুবু দেখবনা বলেই আপনার
রাজসভা অলংকৃত করিনি এখনো।

Be the first to comment

আপনার মতামত...