![](https://i0.wp.com/www.4numberplatform.com/wp-content/uploads/2017/05/waiting-room.jpg?resize=678%2C381&ssl=1)
সুমন-কুমার সাহু
স্বপ্ন গুলো ভোরের আকাশ
রাতের তারায় আসে
ঘুম চোখ সেই তোমার খোঁজে
ভালবাসায় ভাসে ।
আমি দিন রাত্রির আলো ছায়া
তোমার মনের সখি
দীগন্ত জুড়ে ইচ্ছে কায়া
স্বপ্ন কতক মাখি ।।
তুমি এসো স্বপ্ন দেখো গড়ে তোলো মহীয়ান
ভালবাসা আকাশের ঠিকানায় মানবতা বলিয়ান ।।