ইমরান পারভেজ

ইমরান পারভেজ | শীতকালীন খামার গসপেল

শীতকালীন খামার গসপেল

 

১।

এই সমুদ্রে একবার মেঘ জমেছিল
আর তাতে জলতরীগুলো বেবাক নিরুদ্দেশ হয়ে যায়
এই অরণ্যে একবার শুকনো পাতার আগুন জ্বলেছিল
আর তাতে সব সবুজ পুড়ে ছাই হয়ে যায়
এই রাস্তায় একবার ফাঁসুড়ে দড়ি বেঁধেছিল
আর তাতে কনকনে শীত আলতা লাল হয়ে যায়

 

২।

—প্রার্থনার জন্য এসো
—একদল অস্ত্র পুড়িয়ে দিচ্ছে আমায়
—কল্যাণের জন্য এসো
—একটা ফ্রিজের ঠান্ডা কুপিয়ে ফেলছে আমায়

 

৩।

নেকড়েকালো মিশমিশে ডাক ডালপাতায় লেপ্টে যায় জ্যোৎস্নাঘুমে
লতাশ্যাওলায় ঝুলে থাকে হিমরাত
অপেক্ষার ভোরে আর্তনাদ উল্লম্বরেখা বরাবর উঠে ছড়িয়ে পড়ে হরিণশিঙের প্রেক্ষাপটে

 

৪।

অনুভূতিহীন রোদে গলে যায় হিমবাহ
অনেকগুলো মেরু জুড়ে বরফশরীরগুলো ভাসে
তারপর অবাক ডুবে যায় ডুমো ডুমো চাঁইগুলো

 

৫।

—এখানে মরশুম ডুববে
—তফাত যাও
—এখানে কুপি জ্বলবে
—তফাত যাও
—এখানে রাতপাহারা নামবে
—তফাত যাও

 

About চার নম্বর প্ল্যাটফর্ম 4888 Articles
ইন্টারনেটের নতুন কাগজ

Be the first to comment

আপনার মতামত...