মেল ট্রেন— অষ্টম বর্ষ, চতুর্থ যাত্রা

স্টেশনমাস্টারের কলম

 

চার নম্বর প্ল্যাটফর্ম ধর্মে ও মর্মে একটি চড়ুইপত্র। অর্থাৎ একটি লিটল ম্যাগাজিন। এবং লিটল ম্যাগাজিনের যে-কটি পরিচিত গুণ, যেমন তা বাণিজ্যিক বা মতাদর্শগত স্বার্থে কোনও বিশেষ গোষ্ঠী বা বাজারের দাসবৃত্তি করে না, প্রতিষ্ঠানবিরোধী, ব্যতিক্রমী এবং মুক্তমনা— কথাটা সামান্য অ-বিনীত শোনালেও বলতে হয়, চার নম্বর প্ল্যাটফর্ম আট বৎসর আগে নিজ জন্মলগ্ন থেকেই এইসব ঔৎকর্ষের প্রতিপালনে সচেষ্ট ছিল। আজও তাই। কিন্তু পাশাপাশি কখন যে লিটল ম্যাগাজিনের একটি গুরুতর দোষ অজ্ঞাতসারে প্ল্যাটফর্মের এক কোণে বাসা বাঁধল, তা এর আগে নজরে আসেনি। দীর্ঘসূত্রিতার রোগটি দু-হাজার চব্বিশের শেষে প্রকাশ্যে এল, যা পত্রিকার প্রকাশ পিছিয়ে দিল প্রায় দু-মাস। এই দীর্ঘ সময়ে প্রধান সংস্করণের অনুপস্থিতি বেদনার, উৎসুক পাঠকের পক্ষেও, পত্রিকার তরফে তো বটেই।

তাই ইংরেজি নতুন বছরের প্রথম মাসে, সমস্ত ক্লান্তি ও আলস্য ঝেড়ে ফেলে, নতুন কালো স্লেটে প্রকাশিত হল চার নম্বর প্ল্যাটফর্ম-এর নতুন মেল ট্রেন। এই সংখ্যায় রইল প্রবন্ধ-গল্প-কবিতা-স্মরণ সহ প্রায় সবকটি নিয়মিত বিভাগ। আশা করি, ২০২৫-এ আমরা আমাদের পুরনো গতি ও নিয়মিতি বজায় রাখতে পারব। সঙ্গে রইল আরও একটি সুংসবাদ। খুব শীঘ্রই আত্মপ্রকাশ করতে চলেছে চার নম্বরের বই, আমাদের প্রকাশনা বিভাগ৷ বিস্তারিত তথ্য ক্রমশ প্রকাশ্য৷ প্রিয় পাঠক, সঙ্গে থাকুন, যেভাবে এতদিন ধরে আমাদের পাশে আছেন৷ আর আমাদের নতুন যাত্রায় একগুচ্ছ নতুন লেখার স্বাদ নিন। পড়ুন, পড়ান, মতামত দিন।

 

About চার নম্বর প্ল্যাটফর্ম 4953 Articles
ইন্টারনেটের নতুন কাগজ

Be the first to comment

আপনার মতামত...