
অনির্ধারিত ক্যাম্বিস
১।
লিখেছি তিনটি মাত্র শব্দ
আমার বরাদ্দ ছিল এটুকুই
ভেবেছি সমস্ত বেলা
২।
এক সিরিজের ফর্মা ছিল
তোমার দুই ডানায় ধরা
হৃত ঋতুর শুরুতে
৩।
কটা নিখোঁজ সংবাদ পাঠ হল
বৃহত্তর আলোচনার শিকার ওরা
ঘর নেই বহুদিন
৪।
কৃষি আর লাভজনক নয়
খরচ বেড়েছে অনেক কিছুর
মাটির ঘুণ বহুকালের
৫।
তোমার উদ্বেগ দেখে ফিরলাম
ছেঁড়া ছেঁড়া সোভিয়েত ফ্রেমে
গল্প বুনেছি আশৈশব
৬।
আমরা তথ্য ঘেঁটে চলেছিলাম
সম্ভাব্য অপেক্ষার পথে পথে
যাত্রা অজানা ছিল
৭।
সম্পাদকীয় নির্দেশ জারি হয়েছে
উৎপাদন একমুখী করা জরুরি
প্রত্যুত্তরের কেউ নেই
৮।
ভূতুড়ে উৎসবের টুপি হাঁটছে
হিম রাস্তার ছায়া ধরে
নিষেধাজ্ঞা জমার মরশুমে
৯।
তাকে ডাকলে আসে না
ভিড়ের মধ্যে জমে থাকে
আদিরূপ সত্তা হারিয়েছে
১০।
সাতটি পক্ষ চিৎকার করছে
বিপর্যয় কেন ঘটে চলেছে
দেওয়াল এবং ঘরে
১১।
ভাঙা নৌকা পড়ে রয়েছে
বন্যা হয়েছিল গত শতাব্দীতে
বিপর্যয়ের পূর্বাভাস ছিল
১২।
উপকথা আর পুরনো প্রবাদরহস্য
আমার শরীরে লেগে আছে
বাতাসে শুনতে পাই