বর্ণালী কোলে

তোমার প্রতিবিম্ব

 

দখল

যে কথা বলত, সে মৃত
যে প্রচ্ছন্ন ছিল, হাত বাড়াত ঈশ্বরে
সে প্রবালের মতো উজ্জ্বল

 

টোপ

তিনঘণ্টা চুপ থাকলে
এক-আধবার ফাতনা নড়ে ওঠে
তিনঘণ্টা চুপ থাকলে
এক-আধটা কবিতা ওঠে
তিন ঘন্টা আমি নিঃশব্দ থাকি

 

চেতনা

১.

কে তোমাকে বোমারু বিমানের মতো আঘাত হানে?
কে তোমাকে চুরমার?

 

২.

কে তোমাকে পিতার মতো
নক্ষত্রের কাছে নিয়ে যায়?
ধ্রুবতারা হতে বলে?

 

৩.

কে তোমাকে? কে?
শান্ত হতে বলে নক্ষত্রের মতো
দেখায় তোমার প্রতিবিম্ব?

 

৪.

রোদ্দুরে ঝকমক করছে এখনও কৃপাণ
বিন্দু বিন্দু রক্ত
নষ্ট হলেই আবার ফিরে আসবে সে

 

রাস্তা

বাবলাফুলে ঢাকা ঘুমন্ত রাস্তা
মিহি হাওয়া, মিহি রোদ্দুর
কতটা পারছি, এগোতে?
কতটা পারছি, নৈঃশব্দ্য!

 

 

About চার নম্বর প্ল্যাটফর্ম 5265 Articles
ইন্টারনেটের নতুন কাগজ

Be the first to comment

আপনার মতামত...