জয়াশিস ঘোষ

কালবৈশাখী

 

চারিদিক ভেঙে পড়ার আগে
নিজেকে ওগরাতে ওগরাতে ছেলেটি ভাবছে
অনিবার্য মেঘরাশি ঝরে যাবে সব
এসব কালবৈশাখী রাত তার নিজস্ব উৎসব
ভাবে আর উপড়ে নেয় শিকড়
নিষিদ্ধ ক্যান্টিন থেকে ফিরে যায় বুকের ভেতর

 

বাইরে কারেন্টহীন অনন্ত সন্ত্রাসে
কারা যেন পিঠে বেঁধে শ্মশানের কাঠ নিয়ে আসে।

About চার নম্বর প্ল্যাটফর্ম 4760 Articles
ইন্টারনেটের নতুন কাগজ

1 Comment

  1. অপূর্ব লেখনী।
    খুব ভালো লাগলো পড়ে জয়দাদা।

আপনার মতামত...