ওয়াহিদার হোসেন

ছটি কবিতা

 

সুইসাইড নোট

শুচিবাইগ্রস্ত
কেন?
তুমুল উত্তাপের মধ্যে হাত
উনুনে গরম হচ্ছে রক্তমাংস

ফ্যানের ব্লেডের সঙ্গে জড়িয়ে যাওয়া
ফিলিংসগুলোকে শুকোতে দাও

সতর্ক করে দাও রোদকে
মানুষের মধ্যে উত্তাপ শেষ হলে
ফ্যানের ব্লেড কাছে ডাকে
আত্মহত্যা কাছে ডাকে

 

কায়াক

জলের কাছে গিয়ে দ্যাখো
তারও তৃষ্ণা আছে
আছে অবগাহনের সাধ

আর যারা নোনা সমুদ্রের উপমা লেখে কদাচিৎ
তারা দুখী
দুখী বলেই ব্যতিক্রমী

ব্যাতিক্রমী তারাও
যারা কায়াক ভালোবাসে
বন্দরের কাছে বসে
মেপে নেয়

মৃত্যু কতদূর!

 

সখী সমীপেষু

সখী
ছুঁয়ে দাও
দাও সংক্রামক বোধ

দাও প্রজাপতি
সমার্থক শব্দ
উনুনের গনগনে রং

মৌমাছির সঙ্গে শত্রুতা নেই
সখ্য নেই বোলতার সঙ্গেও

পতঙ্গপ্রেমী জানে
ঘৃণার সোয়াদ!

 

জাতিস্মর

ওড়নায় ঢাকো
শরম
সরলরেখা

জাতিস্মর
বিগতজন্মের পাপ
তাড়া করে

তোমাকে না পাওয়া
আমার স্বভাবে ছিল

আমার বুকের তোয়ালে
টাওয়েলের মতো

ইজ্জত
আর বৈভব গড়াগড়ি খায়
বাথরুমের মেঝেতে

 

পাপ

মুহূর্তে মনে পড়ে

সকলগুলি
ধোঁয়াশা

চিমনির ভেতরে সান্টাক্লজের আসাযাওয়া খোদিত

কুমোরটুলির রঙে সাজানো
বিসর্জনের বিভাব

নত হও
নত হও ঋ অক্ষরের কাছে
হৃদি ঋ শেখেনি
গান শেখেনি

 

শ্লেজগাড়ি

মাকে বৃংহন বলি
ভুল হল বলা?

তুষারশুভ্র মামার ইউনিভার্সিটির বন্ধুর নাম

কখন হারিয়ে গেছে
কলজে ও কলেজ

কখন হারিয়ে গেছে হাতিয়ার
মানুষ লড়তে ভুলে গেছে

হাত বারান্দার নখ
গোড়ালিতে একিলিসের
অভিশপ্ত আখ্যান

 

About চার নম্বর প্ল্যাটফর্ম 5088 Articles
ইন্টারনেটের নতুন কাগজ

Be the first to comment

আপনার মতামত...