৭ই জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

 

 

বোশেক গিয়া জষ্ঠি আসিয়াছে, সূর্যদেব ক্রমেই শিরোমণি হইয়া যৎপরোনাস্তি অগ্নিস্রাবী, গোদের উপর বিষ্ফোটকন্যায় কুত্রাপি কোনও বাদলমেঘসঞ্চারের বার্তা নাই… বঙ্গোপসাগরে সৃষ্ট বেয়াদপ ঘূর্ণাবর্ত কলিকাতাকে কদলিপ্রদর্শনকরতঃ সকাল-বৈকাল হয় ঢাকা নয় শিলিগুড়ি চলিয়া যাইতেছে, তদুপরি মেঘমাশ্লিষ্ট বায়ুমণ্ডলীর সৌরতাপ বিকিরণে অসহ্য অনীহা, পারি নগরস্থ বিশ্ব আবহ-সম্মেলন মঞ্চের রাজনৈতিক টানাপড়েন, রাজ্য সরকারের প্রতি দ্বেষবশতঃ শহর কলিকাতার দিকে কেন্দ্রের শুষ্ক পশ্চিমাবাতাস লেলাইয়া দেওয়ার ষড়যন্ত্র ইত্যাকার সাড়ে বত্রিশরকম সামাজিক-আর্থনীতিক কারণবশতঃ শহরের তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বগামী… আলিপুর হাওয়া-আপিসের গোকুলবাবু, আবাপের দেবদূতবাবু-সহ নগরের আপামর অধিবাসী সহসা আবহাওয়া-বিশেষজ্ঞ হইয়া উঠিয়াছেন… কেহ গরমে গেনু-গেনু করিতেছেন… কেহ বা “ওই আসিল” বলিয়া ফেসবুকে সান্ত্বনাবাক্য পোস্টাইতেছেন… দুঃখে ইমোজিগণের গন্ডদেশ বাহিয়া শ্রাবণের ধারার মতো ঘর্মপ্রবাহ নামিয়া আসিতেছে…

শাস্ত্রকথিত “বালঃ ক্রীড়তি” আপ্তবাক্যে হেলান দিয়া এতদিন যাহা হউক ধেড়ে খোকাগণ তবু কোক ও কুলফি বগলদাবা করিয়া নানা প্রকার নর্তন-কুর্দনে কালাতিপাত করিতেছিলেন… তুলনায় উচ্চতর মেধার অধিকারীরা উপনিষৎ-এর “নায়মাত্মা বলহীনেন লভ্য”-র উপর ভরসা রাখিয়া ফুটবল ও ক্রিকেটবল খেলা লইয়া মত্ত আছিলেন… কিন্তু দুর্ভাগ্যবশতঃ, (যাবতীয় মহৎ ঘটনাই যেমন একসময় শেষ হয়) তেমনই আইপিএল ও ফেডারেশন কাপে একইসঙ্গে যবনিকাপাত ঘটায় নাগরকুল অকষ্মাৎ বিপুল কর্মহীনতায় ভুগিতে শুরু করিয়াছেন… চতুর্দিকে শুধু নাই-নাই… বাজারে কচি পাঁঠা নাই… ফলপট্টিতে হিমসাগর নাই… (পুত্রকন্যার ইশকুলে গ্রীষ্মাবকাশ হেতু) ঘরে গৃহিনী নাই… কাঁঠালে আঠা নাই… নবান্নে মমতা নাই (তিনি সরকারি কার্যে বীরভূম গিয়াছেন)… প্রাণে শান্তি নাই… রামে কানাই নাই… এবম্বিধ ঊনকোটি তেত্রিশ লক্ষ নেতিধ্বনির মধ্যে বাবুগণ কিংকর্তব্যবিমূঢ়ের ন্যায় ইদিক-উদিক চাহিতেছেন…

 

ইতোমধ্যে গোঁপদাড়ি না-গজানো দেশীয় যুবা-ফুটবলারগণ ইতালি গিয়া তাহাদের যুবদলকে হারাইয়া আসিয়াছে সম্বাদ পাইয়া কেহ-কেহ ঈষৎ প্রাণ পাইতেছিলেন, কিন্তু কোন বেয়াক্কেলে ব্যাটাচ্ছেলে নাকি খবর আনিয়াছে উহা ইতালির জাতীয় যুবদল হওয়া দূরে থাক, তৃতীয় ডিভিশনেরও নহে… ফলে আবার যে-কে সেই…

 

মাতিয়া উঠিবার মতো হুজুক না পাইয়া এক্ষণে হতোদ্যম তথা ফিউচরিস্টিক নাগরকুল তাই প্রাণপণে জামাইষষ্ঠীর জন্য অপেক্ষা পাইতেছেন… এবং পুনর্বার সম্বন্ধীভাগ্যযোগে বিনাখরচে খ্যাঁটনের মহোৎসব আসিতেছে ভাবিয়া পুলকিত হইতেছেন…

 

About চার নম্বর প্ল্যাটফর্ম 4814 Articles
ইন্টারনেটের নতুন কাগজ

1 Comment

আপনার মতামত...